Tuesday, December 16, 2025
Google search engine
Homeসারাদেশঢাকাসাংবাদিকদের গায়ে হাত তোলায় রাশেদুল হকের সদস্যপদ স্থগিত

সাংবাদিকদের গায়ে হাত তোলায় রাশেদুল হকের সদস্যপদ স্থগিত

স্টাফ রিপোর্টারদৈনিক স্বদেশ বিচিত্রা দৈনিক সমকালের সাংবাদিকদের গায়ে হাত তোলায় ডিআরইউ মেম্বার রাশেদুল হকের সদস্যপদ স্থগিত করেছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ১৩ এপ্রিল সংক্রান্ত বিষয়ে সভা হয় এবং ১৪ এপ্রিল সোমবার রাশেদুল হকের সদস্যপদ স্থগিতের নোটিশ প্রদান করা হয়।

যার সভাপতিত্ব করেন ডিআরইউ বর্তমান সভাপতি আবু সালেহ আকন। তিনি রাশেদুল হকের আচরণের বিষয়টি অবগত হয়ে অভিযোগ শৃঙ্খলা কমিটিতে প্রেরণ করেছেন। বিষয়টি এখন ডিআরইউ শৃঙ্খলা কমিটি দেখবে বলে তিনি জানিয়েছেন। ততদিন রাশেদুল হকের মেম্বারশীপ স্থগিত থাকবে।

প্রসঙ্গতদৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিক রূপসীবাংলা ৭১ ডট কম এর সম্পাদক, সাংবাদিক সংগঠনসজনএর সদস্য গৌতম কুমার এদবর নিউজ কাভারেজের জন্য ভিডিও ধারণ করার সময় রাশেদুল হক, গৌতম কুমার এদবরকে মার-ধর করে।

সাংবাদিকদের প্রতি অসভ্য অশালীন আচরণ ফুটে উঠেছে ভিডিও ফুটেজে। কোনো মিডিয়াতে চাকরি না করেই তিনি পেশাদার সাংবাদিক গৌতম কুমার এদবরকে রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাবার হুমকি দেন তার গায়ে হাত তোলেন। এর প্রতিবাদে দৈনিক সমকালের সাংবাদিক এগিয়ে আসলে তার গায়েও হাত তোলেন। রাশেদুল হকের বিরুদ্ধে ডিআরইউতে লিখিত অভিযোগ করেন দৈনিক সমকালের নিগ্রিহিত সেই সাংবাদিক।

একজন মিডিয়া কর্মী হিসেবে গৌতম কুমার এদবর সক্রিয়ভাবে সংবাদ কাভারেজ দিয়ে থাকেন।  একজন পেশাদারী মিডিয়া কর্মীকে সবার সামনে এভাবে মারধর করটা বড় অন্যায় ক্ষমতার দাপট বলে মনে করেন সাংবাদিক মহল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments