স্টাফ রিপোর্টার:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে সম্মিলিত পিরোজপুর সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়-আঞ্চলিক গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক প্রতিনিধি), এস. এম. পারভেজ (যুগান্তর প্রতিনিধি), এ. কে. আজাদ (সংবাদ প্রতিনিধি), জিয়াউল আহসান (অবজারভার প্রতিনিধি), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল প্রতিনিধি ও পিরোজপুর কণ্ঠ সম্পাদক), হাসান মামুন (এশিয়ান এইজ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি), খালিদ আবু (আমাদের সময় প্রতিনিধি), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব প্রতিনিধি), নাসির উদ্দিন (ভোরের পাতা প্রতিনিধি), নাঈম তালুকদার (জি-টিভি প্রতিনিধি), নাসির উদ্দিন (নয়া দিগন্ত প্রতিনিধি ও জিয়ানগর উপজেলা প্রেসক্লাব সভাপতি), শফিকুল ইসলাম সোহেল (সংবাদ, উপজেলা প্রতিনিধি) প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, হত্যাকাণ্ড ও হয়রানিমূলক মামলার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে হতবাক ও ক্ষুব্ধ করেছে।
তারা অবিলম্বে তুহিন হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও জনস্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়বে।
এসময় মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাব, জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।




