Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরবস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান প্রেস কাউন্সিলর চেয়ারম্যানের

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান প্রেস কাউন্সিলর চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার:
গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত। সোমবার (১৯ মে) পিরোজপুর সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম এসব কথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ খান মোহাম্মদ আবু নাসের ও জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরিক্ষিত চৌধুরী কর্মশালায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারত্বের ক্ষেত্রে নীতি-নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তিনি বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার পেশায় সবাইকে এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এ ছাড়া মিডিয়া ট্রয়াল না করে, আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণবিধি অনুযায়ী চলতে হবে।

প্রশিক্ষণে রিপোর্টিং, নৈতিকতা, তথ্য যাচাই এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেশনে অভিজ্ঞ প্রশিক্ষকগণ দিকনির্দেশনা দেন। এসময় অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পিরোজপুরের গণমাধ্যমকর্মীর মাঝে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments