স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্যকর পরিবেশ এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে জনমনে ভীতির সঞ্চার ঘটানোর প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারপন্থী কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে। গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করার ষড়যন্ত্র হচ্ছে। তারা আরও বলেন, এইসব অপচেষ্টার বিরুদ্ধে যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে জাতীয় পর্যায়ে আন্দোলনের সূচনা আজকের এই সমাবেশ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।




