Tuesday, December 16, 2025
Google search engine
Homeনাজিরপুরপিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:  পিরোজপুরে চলমান বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাস হোটেলের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, কমল একাডেমির কেন্দ্রীয় সভাপতি মাইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান গাজী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “বাণিজ্য মেলায় লটারির নামে যে জুয়া কার্যক্রম চলছে, তা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এতে যুবসমাজ নৈতিক অবক্ষয়ে পড়েছে, পরিবারে অশান্তি ও সামাজিক অপরাধ প্রবণতা বাড়ছে।” তারা বলেন, বাণিজ্য মেলার প্রবেশ টিকিট সীমাবদ্ধ থাকার কথা কেবল মেলা চত্বরের ভেতরে। অথচ আয়োজকেরা সেটি উপেক্ষা করে সারা পিরোজপুর শহর, অলিগলি থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শত শত গাড়ি ও শত শত ড্রামের মাধ্যমে লটারি টিকিট বিক্রি করে চলেছেন।

অর্ধশতাধিক পুরস্কারের প্রলোভন দেখিয়ে গরিব ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। বক্তারা বলেন, “এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যেখানে নিরীহ মানুষের দুর্বলতাকে পুঁজি করে অর্থ লুট করা হচ্ছে। “এই কার্যক্রমের ফলে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষগুলো লোভে পড়ে সর্বস্ব হারাচ্ছে। বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মেলার নামে এই প্রতারণা ও জুয়া বন্ধ না কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ কর্মসূচিতে রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments