স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্বরণে বিশেষ প্রার্থনা ও স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক ঞ্যোহ্লামং সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রশিক্ষক অমলেন্দু মজুমদার, অরুণ শর্মা, গনমাধ্যম কর্মী হলাপ্রু মারমা, উত্তমা খীসা প্রমুখ।
বক্তারা বলেন, দেশকে ভালোবাসতে দেশপ্রেম, চেতনা জাগ্রতবোধ করতে হবে। ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল ২৫ মার্চ রাতে। ৭১ এর মুক্তযুদ্ধ কালীন সময়ে হত্যা করা হয়ছেে শিশু, যুবক-যুবতী, নারী-পুরুষ, কৃষক কৃষানী, কবি-সাহিত্যক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও গুনীমানুষদেরকে। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।
সভায় সংঙ্গীত শিল্পী, নাট্য শিল্পী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কলা কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।




