Monday, December 15, 2025
Google search engine
Homeকাউখালীকাউখালীতে বেগম রোকেয়া দিবস পালিত

কাউখালীতে বেগম রোকেয়া দিবস পালিত

কাউখালী প্রতিনিধি:

নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে পথিকৃৎ বেগম রোকেয়ার আদর্শকে লালন করে যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস ২০২৫। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন—
কাউখালী মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান বিশ্বাস, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেতা ছায়া সমাদ্দার, মাহফুজা খাতুন, চায়না মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক

বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধুমাত্র নারী জাগরণের অগ্রদূতই নন—তিনি ছিলেন সাম্য, শিক্ষা, মানবাধিকার ও প্রগতিশীল চিন্তার উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নারীর নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে।

আলোচনা শেষে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন সংগঠনের নারী নেত্রী সংগীতা সমাদ্দার ও তরুণ শিল্পী অধরা গুহ। তাদের পরিবেশনায় উপস্থিত শ্রোতারা মুগ্ধ হন এবং করতালি দিয়ে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বেগম রোকেয়ার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নারী সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments