ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাত্র ৫০০ টাকার বাজি ধরাকে কেন্দ্র করে খালে নেমে একটানা শতবার ডুব দিতে গিয়ে শীতজনিত কারণে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়ইয়া কাঁচারি বাড়ি বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা ও আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।স্থানীয় ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের মধ্যেও দীর্ঘ পথ হেঁটে ভারী বোঝা বহনের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে ওঠে। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে পাশের খালে নেমে টানা একশবার ডুব দেওয়ার বাজি ধরেন।
এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা একশবার ডুব দেন। এ সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ না করার জন্য তিনি নিষেধও করেন। একশবার ডুব শেষ করে খাল থেকে উঠে আসার পরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বেগতিক দেখে স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপে গরম করার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন ঝুঁকিপূর্ণ বাজির বিষয়ে সচেতনতার আহ্বান জানিয়েছেন।




