Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরদুর্নীতি ও খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে...

দুর্নীতি ও খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : শায়েখে চরমোনাই

স্টাফ রিপোর্টার: 

দেশকে দুর্নীতি, লুটপাট ও খুনিদের হাত থেকে রক্ষায় (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—“জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে বহু শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ গড়ার স্বপ্নে। কিন্তু প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতিকে উৎসাহিত করছে। এর মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার হয়, চাঁদাবাজি ও দুঃশাসনের জন্ম হয়। তাই এ নির্বাচন পদ্ধতি জনগণ আর দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, রাষ্ট্র সংস্কার এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো: আবুল কালাম আজাদ। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।

বক্তারা বলেন, স্বাধীনতাকামী ও মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। মানবরচিত মতবাদ দিয়ে মুক্তির স্বপ্ন পূরণ সম্ভব নয়। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোনো মতবাদে আস্থা রাখতে পারেন না।

এছাড়া আরও বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments