স্টাফ রিপোর্টার:
“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিত করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও টিআইবির আয়োজনে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস”-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাহেব মিজান স্মৃতি সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা নাহিদ আল হাসান আসিফ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সভাপতি এম এ রব্বানী ফিরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক এর সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, টিআইবি’র পিরোজপুর এরিয়া কো-অর্ডিনেট জহিরুল কাইয়ুম, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী, টিআইবির ইয়ুথ ইনগেজমেন্ট সাপোর্ট এর সদস্য আফরোজা তুলি প্রমুখ।
তথ্য চাইলে দপ্তর গুলো তথ্য দিতে বাধ্য থাকবে। সেবা গ্রহীতাদের তথ্য না দিতে চাইলে তার বিরুদ্ধে আপিলের ব্যবস্থা রয়েছে। সেবা গ্রহীতাদের জন্য আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জাবাবদিহিতা, আইনের শাসন তথা সুশাসন নিশ্চিত করার লক্ষে তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন। ডিজিটাল যুগে দপ্তরগুলোকে সেবা গ্রহীতাদের জন্য তথ্যের অভিগম্যতা নিশ্চিত করতে হবে।
এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিআইবি পিরোজপুরের সনাক, এসিজি, ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




