Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুরে প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

‎পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হামলার শিকার বিপুল মৈত্রের স্ত্রী কবিতা, বিদ্যালয়টির শিক্ষকমন্ডলী ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।

‎মানববন্ধনে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এলিজা জামান বলেন, একজন শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে দাবি জানান।

এছাড়াও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব বলেন আমি সাবেক ছাত্রনেতা হিসেবে যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ‌ তিনি আরো বলেন তারেক রহমান সব সময় সনাতনীদের পাশে ছিলেন এবং থাকবেন , এই ষড়যন্ত্রের পিছনে যারা আছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ।

‎অন্যান্য বক্তারা বলেন, শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষাঙ্গনে অস্থিরতা দেখা দেবে। তাই শিক্ষকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে দুর্বৃত্তরা বিপুল মৈত্রের পথরোধ করে তাকে হাতুড়িপেটা করে। এ সময় তার দুই পা ও ডান হাত ভেঙে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments