স্টাফ রির্পোর্টার:
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী সমাজ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু করেন এবং টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে তা শেষ করেন। সেখানে তারা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তিনি বলেন, “গঙ্গাচড়ায় আবারও সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা হয়েছে। এটি প্রথম না, আওয়ামী লীগ আমলেও বহুবার এমন হামলা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। এসব ঘটনার বিচার না করে বারবার দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আবারও সেই পুরনো কৌশলে সাম্প্রদায়িক হামলাকে পাশ কাটিয়ে যাচ্ছে।”
বক্তারা বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার এমন হামলা চলবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে সরকার বারবার এই অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তার দায় নিতে হবে।”
মশাল মিছিলে জগন্নাথ হলের শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং রাষ্ট্রকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।




