Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

পিরোজপুরে স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার: 
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায় স্টেকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাছরিন জাহান, এসডিএফ পিরোজপুর জেলার ব্যবস্থাপক হাফিজ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া প্রমুখ।

সভায় এসডিএফ-এর কার্যক্রম তুলে ধরে পিরোজপুর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন বলেন, “পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলায় ১২৫টি গ্রামে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এসডিএফ-এর গ্রাম সমিতির পিরোজপুরে সঞ্চয় প্রদানকারী সদস্য সংখ্যা ২২,০৬৫ জন। ১২৫টি গ্রাম সমিতির মধ্যে ১০৮টির অফিস ঘর সম্পন্ন হয়েছে। উৎপাদনমুখী ২০টি দলে মোট সদস্য ৪শত জন।”

তিনি আরও জানান, “পিরোজপুর জেলায় এ পর্যন্ত ৪৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং ঝুঁকিপূর্ণ ৭৭১ জন গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে বক্তব্য রাখেন ডালিয়া বেগম এবং শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আসমা আক্তার মিম। তারা এসডিএফ-এর সহায়তায় তাদের জীবনে ঘটে যাওয়া ইতিবাচক পরিবর্তন এবং সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভার শেষ পর্বে ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ২৪ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ-এর জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাবে। একইসাথে এসডিএফ-এর কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments