স্টাফ রিপোর্টার: পিরোজপুরে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাসিক সভা অনুষ্ঠিত। সোমবার (১৯ মে) সকালে পিরোজপুর সনাক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। সভার সভাপতিত্ব করেন, অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক মোঃ মুর্শিদ সেখ। এ সময় অন্যান্যদের মাঝে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের প্রসেনজিৎ মিস্ত্রী, অপু হালদার, স্বর্ণালী হালদার, ফাহিমা আক্তার, মনি রাণী, টিআইবি এর ইন্টার্ণ সিই লাবনী আক্তার এবং এসিজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিগত মাসের কার্যক্রমের অগ্রগতি ও আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বিশেষ করে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ, নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এসিজির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক মোঃ মুর্শিদ সেখ সভায় বিগত মাসের সভার কার্যবিবরণী আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ কতটুকু বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। আগামীতে এসিজির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিগত দিনের কার্যক্রম, সামাজিক অবকাঠামো পর্যবেক্ষণ এবং দুর্নীতি প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভা সুষ্ঠুভাবে পরিচালনায় সকল সদস্যের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।




