Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরসাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় কলম বিরতি

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় কলম বিরতি

মঠবাড়িয়া প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার, সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদের শাস্তি, সাগর-রুনী হত্যার রহস্য উদঘাটন ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মঠবাড়িয়ায় কলম বিরতির কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, মো. মজিবর রহমান, হারুন অর রশিদ, মোস্তফা কামাল বুলেট, মো. রুম্মান হাওলাদার, আফজাল হোসেন, মো. নাসির উদ্দিন, বেল্লাল হোসাইন বাবু, মিজান উদ্দিন আকন, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, আসাদুজ্জামান খান, আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments