স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যতিক্রমী এক আন্দোলনের নজির স্থাপন করেছেন। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে প্রতীকী পাঠদানের মাধ্যমে আন্দোলনের নতুন রূপ দিয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের ওপর চলেছে এই কর্মসূচি। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
শিক্ষকরা নিয়মিত শ্রেণিকক্ষের মতই পাঠদান করেন। শাহজাদপুর মহিলা কলেজ ও সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা ভবনে শিক্ষাকার্যক্রম চালানোয় দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে তারা ধারাবাহিক আন্দোলন করে আসছেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শাহজাদপুরে তার বরাদ্দকৃত ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠা পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বর্তমানে প্রায় ১,২০০ শিক্ষার্থী, ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী রয়েছেন। কিন্তু নয় বছরেও নিজস্ব কোনো স্থায়ী ক্যাম্পাসের বাস্তবায়ন শুরু হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিবেশ দূষণের অজুহাত দেখিয়ে প্রকল্প অনুমোদন আটকে রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা দাবি করেন, রিজওয়ানার নেতিবাচক প্রতিবেদনের কারণেই একনেক সভায় প্রকল্প অনুমোদন আটকে আছে। এজন্য তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা স্লোগানও দেন।
পাঠদান শেষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা।
তারা বলেন, “এই আন্দোলন শুধুই প্রতিবাদ নয়, এটি একটি বার্তা— আমরা পড়াশোনা থেকে বিচ্যুত হতে চাই না, বরং শিক্ষার অধিকার ও পরিপূর্ণ পরিবেশের দাবি জানাচ্ছি।”




