সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের একটি সংসদীয় আসন প্রত্যাহারের প্রতিবাদে রাজধানীর নির্বাচন ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী চলে। কর্মসূচীতে নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক ও দক্ষিণ অঞ্চল (কুষ্টিয়া জোন) এর তত্ত্বাবধায়ক মোল্যা রহমাতুল্লাহ।
তিনি বলেন, সংসদীয় আসন প্রত্যাহার জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রের জন্য হুমকি। আমরা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। এ সময় বাগেরহাট সদর উপজেলার আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচী চলবে।
তারা বাগেরহাটের সর্বস্তরের জনগণকে এ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। রামপাল–মোংলা আসন প্রত্যাহারের সংকট, নির্বাচন কমিশন প্রণীত Delimitation of Constituencies Act, 2021–এর খসড়ায় বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন প্রত্যাহার করে গাজীপুরে একটি নতুন আসন সংযোজনের প্রস্তাব দেওয়া হয়। এতে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমে তিনে দাঁড়াবে।
প্রতিবাদকারীরা জানান, রামপাল–মোংলা আসনের ঐতিহাসিক অবস্থান, ভাষা ও সংস্কৃতি অভিন্ন, মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রকেন্দ্রিক আলাদা অর্থনৈতিক কাঠামো। প্রায় ৩ লাখ ভোটারসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, উন্নয়ন প্রকল্প ও বিদেশি বিনিয়োগের প্রবণতা। এসব কারণে আসন প্রত্যাহারের সিদ্ধান্ত অযৌক্তিক।
তাদের দাবি, আসন বাতিল হলে স্থানীয়দের রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ হবে এবং উন্নয়ন প্রকল্পগুলোতে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে আসন পূর্ণবহালের দাবিতে বাগেরহাট ও ঢাকাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।




