স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-এ বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ইতোমধ্যে সংসদ সদস্য (এমপি) পদের জন্য পিরোজপুর-১ আসনে ধানের শীষ ও বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় কর্মসূচি এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরছেন। শহরের বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়সহ আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষে ভোট প্রার্থনা করেন।
তিনি কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন গ্রামে দোড়গোড়ায় ভোটারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।প্রতিটি পরিবার যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার লক্ষে তিনি তার কার্যক্রম অব্যহত রাখবেন। গণসংযোগে তিনি আরও বলেন— দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তার অঙ্গীকার।
গত কয়েকদিন ধরে সাঈদ খান পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলাগুলোর গ্রাম, হাটবাজারসহ সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি ভোটারদের কাছে নিজের কর্মসূচি তুলে ধরছেন। এসময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকেন। তিনি সাধারণ মানুষকে প্রশ্ন করছেন— “আপনারা পরিবর্তন চান কি না?” এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কল্যাণে কাজ করার।
গণসংযোগে অংশ নেয়া কয়েকজন ভোটার জানান, তারা পরিবর্তন চান এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। তবে অনেকেই বলেছেন, শুধু প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়নযোগ্য পদক্ষেপ দেখতে চান।




