স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি’র উদ্যোগে সনাক-ইয়েস-এসিজি’র বিগত ১ বছরের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সনাক টিআইবি পিরোজপুর জেলা সভাপতি এম.এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র ঢাকা কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান, খুলনা ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিই মোঃ ফিরোজ উদ্দীন, সনাক সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি, সনাক সদস্য প্রফেসর আব্দুল জলিল আকন, এ্যাডভোকেট শহীদুল্লাহ খান, প্রফেসর মোঃ ফিরোজ খান, টিআইবি’র পিরোজপুর এরিয়া কোঅর্ডিনেটর-সিই এম. জহিরুল কাইউম প্রমুখ।
অতিথিরা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। টিআইবি’র ঢাকা কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলন কেবল ২০২৪ সালের জুলাই আন্দোলনেই সীমাবদ্ধ নয়। ১৯৪৮ সালে মাতৃভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন—সবই বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা। আমরা চাই দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য সবার আগে নিজেকে শুদ্ধ করতে হবে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তখনই দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে।”
এ সময় তিনি সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলনের সফলতা, কার্যক্রমে বাঁধা উত্তরনে কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি পিরোজপুরের ইয়েস ও এসিজি গ্রুপের তরুণ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা ও কর্মকৌশল তুলে ধরেন।
অতিথিরা বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময়সভা দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল এবং বেগবান করবে। তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সমাজকে বদলে দিতে বড় ভূমিকা রাখবে।
সভা শেষে দুর্নীতি ও বৈষম্যবিরোধী সামাজিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি পিরোজপুরের সনাক-ইয়েস-এসিজি গ্রুপের সদস্যরা অংশ গ্রহন করেন। সভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




