Monday, December 15, 2025
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে শিক্ষকদের বাড়িভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে শিক্ষকদের বাড়িভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, বোনাস, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিমের সভাপতিত্বে এবং ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য নুরুল হক, প্রদীপ কুমার হালদার, পৌর শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা (বোনাস), ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষকরা বারবার অবহেলা ও অবমূল্যায়নের শিকার হয়েছেন।

বক্তারা আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকারকে দ্রুত এসব দাবি বাস্তবায়ন করতে হবে। তা না হলে, কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। বিক্ষোভ মিছিলে শিক্ষকরা “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”, “আমাদের দাবি মানতে হবে” ইত্যাদি স্লোগান দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments