পিরোজপুর প্রতিনধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস- ২০২৫” পালন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৮ মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে কৃষ্ণচূড়া মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট কার্যালয়ে এসে আলোচনাসভায় মিলিত হয়।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সাহাবুদ্দিন সিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের ইউনিট লেবেল অফিসার ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান সাদমান সানি প্রমূখ।
এসময় র্যালীতে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের স্বেচ্ছাসেবক ও কর্মীরা অংশ নেয়।




