Monday, December 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকপিরোজপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মতবিনিময়

পিরোজপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: পিরোজপুরে পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসননের আয়োজনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়েজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, মেজর শোভন শাহরিয়ার, সরকারী মহিলা কলেজের অধ্যাক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না রাল রায়, পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রানা মিয়া, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আহসানুল কবির প্রমূখ। মতবিনিময় সভায় পিরোজপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, পবিত্র মাহে রমজানরে অসাধু আরৎদার ও ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করবে। জেলা প্রশাসন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে কাজ করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,  পবিত্র মাহে রমজনাকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, পুলিশের সদস্যরা এবং ছাত্র প্রতিনিধিরা নিয়মিত বাজারে নজরদারী করবে।

এসময় টিসিবি, ওএমএস, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার, গুড়-মুড়ির বাজার, সবজি বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে তিনি কথা বলেন। এসব পণ্যের গুণগতমান নিশ্চিত করা এবং অপ্রত্যাশিত মূল্যে বিক্রির নিয়ন্ত্রণের জন্য অনুরোধ করেন। রমজানে অসৎ উপায়ে ব্যবসা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments