স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় শহরের স্টেডিয়াম মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিজয় মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান, সাঈদুল ইসলাম কিসমত, শেখ রিয়াজ উদ্দিন রানা ও শেখ হাসানুল কবীর লীন, পলাশ মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক হাসিনার পতনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সূর্যের উদয় ঘটে। ছাত্র ও জনতার রক্তে রচিত এই বিজয় আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের জনগণ আজ একতাবদ্ধ।” বক্তারা আরও বলেন, “স্বৈরাচারবিরোধী এই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী দুই হাজারের বেশি ছাত্র ও জনতার আত্মদান বৃথা যাবে না। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই হবে এই আত্মত্যাগের চূড়ান্ত প্রতিফলন।”




