পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬ ঘটিকায় শহরের ভাগীরথি চত্ত্বরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিএনপি ও এর অঙ্গ সংগঠন, সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি, জেলা মহিলা পরিষদ, সবুজ নিশান পাঠক ফোরামসহ সরকারি বেসকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

পরে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
শহরের ব্যবসায় প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।




