Tuesday, December 16, 2025
Google search engine
Homeপিরোজপুরপিরোজপুরে নানা আয়োজনে জুবাইদা রহমানের জন্মদিন পালন

পিরোজপুরে নানা আয়োজনে জুবাইদা রহমানের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে পিরোজপুর সরকারি মহিলা কলেজের মিলনায়তনে ‘ডা. জুবাইদা রহমান পরিষদ’, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “ডা. জুবাইদা রহমান একজন শিক্ষিত, মার্জিত ও মানবিক গুণসম্পন্ন নারী। চিকিৎসা ও জনসেবায় তার অবদান অনন্য। তার মতো একজন শিক্ষিত নারী রাজনীতিতে সক্রিয় থাকলে দেশের নারীরাও অনুপ্রাণিত হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শাম্মী আক্তার রশ্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইসতিয়াক আহমদ, ড্যাবের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসী মিথুন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর প্রমুখ।

আলোচকরা বলেন, “ডা. জুবাইদা রহমান একজন গুণী চিকিৎসক, মানবদরদি সমাজকর্মী এবং একজন আদর্শ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার জীবনদর্শন তরুণ প্রজন্মকে আলোকিত করবে।”

এ সময় বক্তারা , ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments