স্টাফ রিপোর্টার:
“ আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস- ২০২৫ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি এর যৌথ আয়োজেন একটি র্যালী শহরের সার্কিট হাউজ চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মনিকা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা এবং তাদের মেধা বিকাশের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কন্যাশিশু দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। কন্যাশিশুরা যাতে বৈষম্য ও সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।




