পিরোজপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রোগ্রাম অনুমোদন উপলক্ষ্যে পিরোজপুরে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে আনন্দ র্যালী শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে সরকারি মহিলা কলেজ এসে শেষ হয়। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এ আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক নিখিল কুমারসহ পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর শাখার শিক্ষকবৃন্দ।

এসময় র্যালীতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর শাখার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ অংশ নেয়।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ ব্যাচে ৪ বছর মেয়াদি ওপেন স্কুল কর্তৃক বাংলা মাধ্যমে পরিচালিত বিবিএ প্রোগ্রামে পিরোজপুর সরকারি মহিলা কলেজ স্টাডি সেন্টারে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।




