Monday, December 15, 2025
Google search engine
Homeপিরোজপুরনার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: 

দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএমএন) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনএ পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় সহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, “গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, নেতৃত্ব ও উন্নয়নের অগ্রযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।”

তারা আরও বলেন, নার্সিং পেশা দেশের স্বাস্থ্যখাতের অন্যতম ভিত্তি, যেখানে নার্স ও মিডওয়াইফরা রোগীর সরাসরি সেবা প্রদান করে থাকেন। তাই এই খাতকে শক্তিশালী করার পরিবর্তে একীভূত করা হলে নার্সদের মনোবল ভেঙে যাবে এবং স্বাস্থ্যসেবার মানও ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা সরকারের কাছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূত না করে বরং এটিকে আরও আধুনিক, শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—
“নার্সিং ও মিডওয়াইফারি প্রশাসনের স্বতন্ত্র মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, যাতে দেশের স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন অব্যাহত থাকে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments