Monday, December 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকনারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে টিআইবি ও সনাকের  মানবন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পিরোজপুরে টিআইবি ও সনাকের  মানবন্ধন

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিমৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর টিআইুব ও সচেতন নাগরিক কমিটি সনাক, ইয়োথ ইংগেজমেন্ট সাপোর্ট , এক্টিভ সিটিজেন গ্রুপ ।

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিমৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর টিআইুব ও সচেতন নাগরিক কমিটি সনাক, ইয়োথ ইংগেজমেন্ট সাপোর্ট , এক্টিভ সিটিজেন গ্রুপ । রবিবার (১৬ মার্চ) ১১ টায় শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে শিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিশাচ ধর্ষন ও হত্যার মতো অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায়বিচার নেই। তাই দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখ যোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে,কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই এর ভয়াবহতার শিকার হচ্ছেন সকলবয়সীনারী সহ কন্যাশিশুরা। নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আজ আতংকগ্রস্থ। নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ, আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না পাওয়া, বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা প্রভৃতি কারণে সামাজিক জীবনে নিরাপত্তাহীনতার পাশাপাশি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্তরায়। নারীর প্রতি এ ধরনের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা জরুরি। নারী ও শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়া, আইনের ফাঁক-ফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সনাক সদস্য খালিদ আবু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সহ সভাপতি খায়রুন্নাহার রুবি, সনাক সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ খান, অধ্যাপক শাহ আলম সেখ, মো. ফিরোজ খান, মহিউদ্দিন আকন, সাংবাদিক জুবায়ের আল মামুন, ব্রাকের রিজিওনাল ম্যানেজার (জি জে ডি) উর্মী ভাদুরী, একটিভ সিটিজেন গ্রুপের  প্রসেনজিৎ মিস্ত্রী সহ ইয়েস সদস্য পুজা সরকার,আফরোজা তুলি প্রমূখ। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানবন্ধনে  অংশ নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments