পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী একটি বাড়িতে ভেজাল শিশু খাবার উৎপাদন ও মানহীন পণ্য তৈরি ও বাজারজাতকরণের অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রামান্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) গোপন সংবাদের মাধ্যমে শ্রীরামকাঠী বাজার সংলগ্ন একটি বাড়িতে অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রামান্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে।নামবিহীন কারখানাটি সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা এবং কারখানার মালিক নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৫) ও মো. রাব্বি হাওলাদার (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি বলেন, এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ভেজাল ও মানহীন ক্ষতিকর শিশু খাবার উৎপাদন হচ্ছে বিভিন্ন কোম্পানির মোড়কে। এ অপরাধে দুজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা।




