পিরোজপুর প্রতিনিধি:
গাজায় ইসরায়েল বাহিনীর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। (৭ এপ্রিল) সোমবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সব পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসিফ আক্তার প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন , গাজায় দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িতদের পাশে দাঁড়াতে হবে এবং নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে । এই নৃশংস হত্যা ও হামলা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে হবে। ইসরাইলি বাহিনীর এ নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




