Monday, December 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকখুলনায় ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবীতে টিআইবির মানববন্ধন

খুলনায় ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবীতে টিআইবির মানববন্ধন

কন্যা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে।

খুলনায় নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার বিচার ও নির্মূল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে নগরীর গোলক মণি শিশু পার্কের সম্মূখে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি রমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য অ্যাডভোকেট অশোক কুমার সাহা, শামীমা সুলতান, রিনা পারভিন,  টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দীন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। এই অবস্থার পরিবর্তনে রাষ্ট্রকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, কঠোর হতে হবে।  ধর্ষণ থেকে ৭/৮ বছরের শিশুরাও রক্ষা পাচ্ছে না।  কন্যা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা দেশে ধর্ষণ, কন্যা শিশু ও নারী নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানান এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবী জানানো হয়।

মানববন্ধনে টিআইবি, সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানবন্ধনে  অংশ নেয়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments