স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের কাউখালী উপজেলায় নবান্ন উৎসব ২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) কাউখালী উপজেলার বেকুটিয়া সার্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া আশ্রমের আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। নতুন ধানের আনন্দকে কেন্দ্র করে ‘নবান্ন’ বাঙালদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় উৎসব।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নানা বয়সের নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে আশ্রম এলাকা ছিল অত্যন্ত প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুর। তিনি তাঁর বক্তব্যে মতুয়া দর্শনের সার্বজনীন মানবকল্যাণের বার্তা তুলে ধরে বলেন, নবান্ন উৎসব মানুষের মধ্যকার সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির বন্ধনকে আরও দৃঢ় করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি রতন কুমার মিত্র। তিনি বলেন, নতুন ধানের প্রথম ফসল ভগবানের নিকট উৎসর্গ করা এবং ভক্তদের মধ্যে ভাগ করে নেওয়ার মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া আশ্রমের সভাপতি সুমন মন্ডল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থানা কমিটির সভাপতি এস এম আহসান কোবির, সাধারণ সম্পাদক এস এম দ্বীন মোহাম্মদ, জেলা সাংবাদিক সংস্থার সাংবাদিক প্রসেনজিৎ মিস্ত্রী, আশ্রমের সাধারণ সম্পাদক তাপস কুণ্ডুসহ স্থানীয় মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবান্ন উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন ধানের গন্ধে মাখা এই উৎসব কৃষিনির্ভর বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নবান্ন শুধু ধর্মীয় বা সামাজিক উৎসবই নয়, এটি কৃষকের কঠোর পরিশ্রম ও সংগ্রামের ফসলঘেরা আনন্দের দিন।
পরে পূজা-অর্চনার মাধ্যমে নতুন ধানের নবান্ন উৎসর্গ করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দ নবান্ন ও প্রসাদ গ্রহণ করেন। সারাদিনব্যাপী এই আয়োজনকে ঘিরে বেকুটিয়া আশ্রমে ছিল উৎসবের আনন্দঘন পরিবেশ।
কাউখালীতে নবান্ন উৎসব উদযাপন
RELATED ARTICLES




