কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহের আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাউখালী উপজেলার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে সার্বিক দিকনির্দেশনা তুলে ধরা হয় এবং আগামী দিনগুলোতে জাতীয় শিক্ষা সপ্তাহের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।




