জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরকারি স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জে জে কে এম গার্ল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশনের উপজেলার স্থানীয় কমিশনার ও বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সম্পাদক ও সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জেসমিন আক্তার। পরে বুলবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আশা মনি, নাহিদা ও সরকারি জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর সুমনা, আতিকা এবং সপ্তম শ্রেণীর আশিকা সিদ্দিকা সহ বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সামছুল আলম, আমজাদ হোসেন, নুরুন্নাহার, সাহেলী শিরীন,মিরা রানি দাস, সামিউল আলম, নুর মোহাম্মদ, শাহিন শাহ প্রমূখ।




