Monday, December 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিকইন্দুরকানী কৃষকের গরু ও গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত

ইন্দুরকানী কৃষকের গরু ও গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া দক্ষিণ ঢেপষাবুনিয়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম মৃধার গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: ইন্দুরকানী উপজেলার বালিপাড়া দক্ষিণ ঢেপষাবুনিয়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম মৃধার গোয়ালঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে তার দুটি গরু মারা যায়।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১১ মার্চ, বুধবার দিনগত রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে নুরুল ইসলাম চিৎকার করতে করতে গরু বাঁচাতে ছুটে যান। তিনি একটিকে বের করে আনতে সক্ষম হন, তবে সেটির শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। অন্যটি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

গরু বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নুরুল ইসলামের শরীরও আগুনে ঝলসে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান শরীফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি আরও বলেন, “রাস্তা সরু থাকায় গাড়ি প্রবেশ করতে পারেনি। ভ্যানগাড়িতে করে ফায়ারের মেশিন নিয়ে যেতে হয়েছে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments