ইন্দুরকানী প্রতিনিধি: ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে এ দিবস পালিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজলো নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলী। এ দিবস উদযাপনে র্যালী , আলোচনা সভা এবং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশেনের উদ্যোগে দুযোর্গ বিষয়ক মাঠ মহড়া আয়োজন করা হয়।
এছাড়াও ইন্দুরকানী উপজেলায় ০৩ টি ইউনিয়ন, ইন্দুরকানী সদর, বালিপাড়া এবং চন্ডিপুর ইউনিয়নের ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং উপকূলীয় দুযোগ ও জলবায়ু ঝঁকি হ্রাস কর্মসূচির সহায়তা দিবসটি উদযাপন করা হয়। ইউনিয়ন পর্যায়ে দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবস উদযাপনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক এবং উপকূলীয় দুর্যোগ জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির সদস্যরা এতে অংশ নেয়।




