পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষিদিয়া বাড়ৈখালি গ্রামে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৭ আগস্ট) রাতে হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডি এবং ইন্দুরকানী থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. ইব্রাহিম হোসেন (২৬), পিতা শরীফুল ইসলাম, গ্রাম–কয়রা, থানা–উল্লাপাড়া, জেলা–সিরাজগঞ্জ। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় ডাকাতির মামলা রয়েছে (মামলা নম্বর-৩, তারিখ-০৩/০৮/২৫, ধারা-৩৯৫/৩৯৭/৩৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনায় জড়িতদের আশ্রয়দাতা হিসেবে জাহিদুলের নাম উঠে আসে। তার চলাফেরাও সন্দেহজনক বলে মনে করেন অনেকেই। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাহিদুলের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।




