Tuesday, January 13, 2026
Google search engine
Homeপিরোজপুরহীড বাংলাদেশ এর উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শীত বস্ত্র বিতরণ

হীড বাংলাদেশ এর উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:
মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদান ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু আর্থিক সহায়তাই নয়, সম্মাননা স্মারক তাদের মনে দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা সৃষ্টি করে। প্রতিদিন তা চোখে পড়লে তারা আরও ভালো করার প্রেরণা পাবে এবং যারা তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ তৈরি হবে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান এবং শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বক্তব্যে এসব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সংলগ্ন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ২০২৫ সালে জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মোট ১৪৯ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে ৬ লাখ ২০ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

এর মধ্যে অনুষ্ঠানের দিন ৪৫ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৮৭ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা করে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত করিম, অদ্বৈত বিশ্বাস (উপ-পরিচালক, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, প্রধান কার্যালয়, ঢাকা), এস এম আব্দুছ ছালাম (সহকারী পরিচালক, অ্যাডমিন), রতন অধিকারী (আঞ্চলিক ব্যবস্থাপক, খুলনা অঞ্চল), মো. আল আমিন (উপ-আঞ্চলিক ব্যবস্থাপক, বাগেরহাট অঞ্চল), পিয়ুষ কান্তি মন্ডল (শাখা ব্যবস্থাপক, পিরোজপুর) এবং আব্দুল্লাহ আল মামুন (আঞ্চলিক হিসাবরক্ষক)।

এসময় অন্যান্যদের মাঝে স্থানীয় প্রতিনিধি শিল্পী গুলু হাসান, কবি ও সাংবাদিক শাহানেওয়াজ সুমন, সিনিয়র সাংবাদিক হাসান মামুন উপস্থিত ছিলেন। এর আগে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান হীড বাংলাদেশ এর পিরোজপুর শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মেধাবী শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি শীতের তীব্রতা থেকে রক্ষায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments