Tuesday, December 16, 2025
Google search engine
HomeUncategorizedপিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। বিক্ষোভে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি চক্র আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন জরুরি।”এ সময় জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জসিম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদ মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওসার শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments