স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে যুব ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক–সাইফ মিজান সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এবং এসডিএফ-এর বরিশাল আঞ্চলিক পরিচালক মো. কামাল বাশার, জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা, যুব ও কর্মসংস্থান এর জেলা কর্মকর্তা ফৌজিয়া জিয়াসমিন প্রমুখ।
কর্মশালায় আইসিবি-এর জেলা কর্মকর্তা মো. মেজবা উর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসডিএফ-এর লাইভলিহুড প্রতিনিধি তুহিন আহম্মেদ। প্রেজেন্টেশনে এসডিএফ-এর যুব উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
এ সময় এসডিএফ-এর বিভিন্ন প্রকল্পের উপকারভোগীরা তাঁদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, এসডিএফ-এর আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছেন এবং নিজেদের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছেন। এজন্য তারা এসডিএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা বলেন, “এসডিএফ-এর কার্যক্রম সম্পর্কে জেনে আমি সত্যিই আনন্দিত। পিরোজপুর জেলার অনেক অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকা রয়েছে। সেখানে এ ধরনের কার্যক্রম আরও বেগবান করা গেলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নমুখী এমন কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, যুব উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে পিরোজপুরে যুব ও কর্মসংস্থান কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




