স্টাফ রিপোর্টার:
“মাতৃদুগ্ধ অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে জেলা নতুন জীবন কমিউনিটি সোসাইটির (এনজেডিসিএস) কার্যালয় থেকে একটি র্যালী শহরের পুলিশ লাইন সড়কে বের হয়ে পুনরায় এনজেডিসিএস কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এসডিএফ এর জেলা স্বাস্থ্য পুষ্টি কর্মকর্তা ডাক্তার দিশারী মন্ডল এমবিবিএস, এম পি এইচ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ এর সম্মানিত জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাইভলিহুড এ্যান্ড কমিউনিটি ফাইন্যান্স এর বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক গোলম ফারুক, আঞ্চলিক ব্যবস্থাপক ( স্বাস্থ্য ও পুষ্টি ) ডা: মুক্তা পাশা(এমবিবিএস), জেলা কর্মকর্তা (লাইভলীহুড)তুহিন আহম্মেদ, জেলা কর্মকর্তা (যুব উন্নয়ন)ফৌজিয়া ইয়াসমিন প্রমুখ।
স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তারা বলেন, শিশুকে জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। উক্ত সময় এক ফোঁটা পানি ও খাওয়ানো যাবে না। যে কোন রোগের ক্ষেত্রে এই সময় মায়ের বুকের দুধই হলো শিশুর প্রথম প্রতিশেধক। এ সময় বক্তারা, মাতৃদুগ্ধের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
আলোচনাসভা ও র্যালীতে বিভিন্ন গ্রাম সমিতি থেকে আগত স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্য ও বিভিন্ন ক্লাসটার হতে আগত ক্লাসটার ফেসিলেটেটর গণ অংশগ্রহণ করেন।




