পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেপিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সমপ্রীতি বজায় রেখে ন্যায়-নীতি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় পরমেশ্বর শ্রীকৃষ্ণের আদর্শ তুলে ধরেন। সনাতন ধর্মের অনুসারী বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।




