স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর আয়োজনে পিরোজপুর কার্যলায় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর পিরোজপুর কার্যলায় এসে আলোচনাসভায় মিলিত হয়। র্যালীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পিরোজপুর জোন প্রধান জিএম মোঃ হাসানুর জামান খান, সহকারী জোন প্রধান মোঃ ইউসুব মল্লিক, সহকারী জোন প্রধান ইলা রানী সাহা, সহকারী জোন প্রধান মোঃ আরিফ বিল্লা প্রমূখ।
এসময় র্যালী ও আলোচনাসভায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পিরোজপুর জোন এর স্টাফ, গ্রাহক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




