Tuesday, December 16, 2025
Google search engine
HomeUncategorizedপিরোজপুরে দুর্নীতি চাঁদাবাজী মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে দুর্নীতি চাঁদাবাজী মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরে দুর্নীতি, চাঁদাবাজী, লুটপাট, সন্ত্রাস ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুর এর আয়োজনে শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুজন-এর জেলা কমিটির সভাপতি সিনিয়ির সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ-আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন মাহাবুব, শিক্ষক রেজাউল করিম, জিয়া মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহিম শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমান হায়দার প্রমূখ।

মানববন্ধনে মেজর (অবঃ) ব্যরিস্টার এম সরোয়ার হোসেন বলেন, ২০০৯-২০২৪ সাল পিরোজপুর শহর তথা জেলার দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার করতে হবে। যারা সন্ত্রাসী করেছে এবং যারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাদের নোট আমাদের কাছে আছে। সন্ত্রাসী করে কেহ ছাড় পাবে না। আমাদেরকে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় কাজ করতে হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাই।

এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের দৌরাত্মে এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments