স্টাফ রিপোর্টার: নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পিরোজপুরে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পিরোজপুর সরকারি মহিলা কলেজ রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মোঃ আল আমিন খান, মাহবুবুল আমিন নাঈম, গণ অধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সভাপতি আতিকুল ইসলাম মান্না, শ্রমিক পরিষদের সভাপতি মোঃ ইমাম হোসেন, এনসিপি’র যুবশক্তি জেলা সদস্য মারিয়া আফরিন, ফারজানা সিমু, সাহানাওজ অভি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হয়েছেন।
এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত। বিদেশের মাটিতে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে হামলার শিকার হতে হচ্ছে—এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবী জানান।




