ইন্দুরকানী প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় ইসলাম হাওলাদার(৭০) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মৃত্যু আসমাত আলী হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ইসলাম হাওলাদার বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে যাওয়ার পথ রাত ১০ টার দিকে ইসলাম হাওলাদার মারা যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, সিএনজির ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত সিএনজির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




